শুধু একটি বন্দুক চাই..
আমার মায়ের সোনার নোলক বিক্রি করে দিয়েছি,
একটি বন্দুকের জন্য
আমার ক্লাসের পাঠ্য-পুস্তক সব বন্ধক রেখে দিয়েছি,
একটি বন্দুকের জন্য
যে ভাষায় আমরা ক্লাস করতাম,
যে পাঠ্য আমরা পাঠ করতাম,
যেসব কবিতা মুখস্থ করতাম,
সেগুলো সব মিলে এক টাকার সমান হচ্ছেনা, একটি বন্দুকের সামনে
এখন আমি শুধুই বন্দুক চাই,
তোমাদের সাথে আমাকেও নিয়ে চলো ফিলিস্তিনে,
নিয়ে চলো আমার রবের কাছে,
বিমর্ষ ও বাদানুবাদমুখর চেহারায় উপস্থিত হব সেখানে,
ওহে বিপ্লব..
চলো ফিলিস্তিনে,
চলো হেবরনে,
চলো বাইসানে,
চলো আগওয়ারে
চলো বেথেলহেমে,
এবং তোমরা যেখানে যেখানে আছ, হে পরাধীনতার শৃঙ্খল ছিন্নকারী,
এগিয়ে যাও, তবে সামনে আগাও!
শান্তিচুক্তির গল্প আজ নির্মম প্রহসন,
সাম্যনীতি কিসসা আজ চরম উপহাস,
প্যালেস্টানে আজ পথ একটিই,
বন্দুকের সাথে আত্মবিসর্জন।