আল আযহার ব্লগ সম্পর্কে

অবতরণিকা

‘আল আযহার ব্লগ’ মূলত মিশরস্থ বাংলাদেশী শিক্ষার্থীদের বৃহৎ সংগঠন আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর (আওসবি) এর বুদ্ধিবৃত্তি ও সাংস্কৃতিক প্লাটফর্ম। জ্ঞান ও চিন্তাচর্চার লক্ষে এ প্লাটফর্মের অবতারণা। বাংলাদেশে ইসলামপন্থার বিকাশে অন্যতম মৌলিক সংকট ইসলামের সুবিস্তৃত জ্ঞান ও চিন্তাচর্চার অভাব ও স্থবিরতা। জগদ্দল পাথরের মতো চেপে বসা এ সংকটের সমাধান কল্পে মিশরস্থ বাংলাদেশী মেধাবী শিক্ষার্থীদের সম্মিলিত চিন্তাভিত্তিক প্লাটফর্মের নাম ‘আল আযহার ব্লগ’। 

নামকরণ 

ইতিহাস ও সভ্যতার সূতিকাগার, উলামা ফুকাহা ও বীরদের পুণ্যভূমি মিশর ও সমগ্র বিশ্বের প্রাচীনতম বিদ্যাপীঠ আল আযহারের নামে এ প্লাটফর্মের নামকরণ করা হয়েছে। ইসলামের শিক্ষা ও সংস্কৃতির প্রচার প্রসারে যে বিদ্যাপীঠের রয়েছে হাজার বছরের গৌরবোজ্জ্বল সোনালী অতীত। 

চিন্তাধারা 

‘আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ’ এর ধারক বিশ্বের সকল সংস্থা, সংগঠন ও মতাদর্শের সহযোগিতা ও বিশেষ করে ভারতের দারুল উলূম দেওবন্দ– এর আকিদাহ ও মানহাজকে আষ্টেপৃষ্ঠে ধারণ করে ‘আল আযহার ব্লগ’। 

সূচনা ও যাত্রা 

আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর এর শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমের সূচনা বহু আগ থেকেই চলমান৷ প্রতিষ্ঠার পর থেকে উত্তরেত্তর এর অগ্রগতি ধারাবাহিকভাবে চলে এসেছে। সেই ধারাবাহিকতায় সর্বশেষ সংযোজন এ সুবিন্যস্ত আল আযহার ব্লগ। যা ২০২২-২০২৩ সেশনের ব্যবস্থাপনায় ও শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক সাজ্জাদ আকবরের সার্বিক পরিকল্পনায় গড়ে ওঠেছে। 

তহবিল ও অর্থায়ন 

‘আল আযহার ব্লগ’ একটি অলাভজনক সমাজ, সংস্কৃতি ও চিন্তাগত প্রতিষ্ঠান। এর অর্থায়ন সাধারণত সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের মুক্ত অনুদানের মাধ্যমে হয়ে থাকে। 

আওসবি পডকাস্ট

শুনুন প্রেরণার গল্প

আওসবি একাডেমি

ইলম সমৃদ্ধ হোন

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.