অবতরণিকা
‘আল আযহার ব্লগ’ মূলত মিশরস্থ বাংলাদেশী শিক্ষার্থীদের বৃহৎ সংগঠন আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর (আওসবি) এর বুদ্ধিবৃত্তি ও সাংস্কৃতিক প্লাটফর্ম। জ্ঞান ও চিন্তাচর্চার লক্ষে এ প্লাটফর্মের অবতারণা। বাংলাদেশে ইসলামপন্থার বিকাশে অন্যতম মৌলিক সংকট ইসলামের সুবিস্তৃত জ্ঞান ও চিন্তাচর্চার অভাব ও স্থবিরতা। জগদ্দল পাথরের মতো চেপে বসা এ সংকটের সমাধান কল্পে মিশরস্থ বাংলাদেশী মেধাবী শিক্ষার্থীদের সম্মিলিত চিন্তাভিত্তিক প্লাটফর্মের নাম ‘আল আযহার ব্লগ’।
নামকরণ
ইতিহাস ও সভ্যতার সূতিকাগার, উলামা ফুকাহা ও বীরদের পুণ্যভূমি মিশর ও সমগ্র বিশ্বের প্রাচীনতম বিদ্যাপীঠ আল আযহারের নামে এ প্লাটফর্মের নামকরণ করা হয়েছে। ইসলামের শিক্ষা ও সংস্কৃতির প্রচার প্রসারে যে বিদ্যাপীঠের রয়েছে হাজার বছরের গৌরবোজ্জ্বল সোনালী অতীত।
চিন্তাধারা
‘আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ’ এর ধারক বিশ্বের সকল সংস্থা, সংগঠন ও মতাদর্শের সহযোগিতা ও বিশেষ করে ভারতের দারুল উলূম দেওবন্দ– এর আকিদাহ ও মানহাজকে আষ্টেপৃষ্ঠে ধারণ করে ‘আল আযহার ব্লগ’।
সূচনা ও যাত্রা
আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর এর শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমের সূচনা বহু আগ থেকেই চলমান৷ প্রতিষ্ঠার পর থেকে উত্তরেত্তর এর অগ্রগতি ধারাবাহিকভাবে চলে এসেছে। সেই ধারাবাহিকতায় সর্বশেষ সংযোজন এ সুবিন্যস্ত আল আযহার ব্লগ। যা ২০২২-২০২৩ সেশনের ব্যবস্থাপনায় ও শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক সাজ্জাদ আকবরের সার্বিক পরিকল্পনায় গড়ে ওঠেছে।
সম্পাদক: সাজ্জাদ আকবর
সম্পাদনা সহকারী : ইরফান উদ্দীন
শারেউল ইয়ামানী, খালিদ বিন ওয়ালিদ স্ট্রীট, তাব্বা, মাদীনাতু নাসর, কায়রো।
© 2023 All rights reserved by AWSBE- Azhar Welfare Society Bangladesh, Egypt. Idea & design planned by Sajjad Akbar. Developed by GM RABBANY.
© 2023 All rights reserved by AWSBE- Azhar Welfare Society Bangladesh, Egypt. Idea & design planned by Sajjad Akbar. Developed by GM RABBANY.